জীবনের গতিবিধি

IMG 20210909 182455 1
Read Time:2 Minute, 24 Second

জীবনের পথ কখনোই সমতলের হয় না,
আঁকাবাঁকা, উঁচু নিচু হয়ে থাকে।
তবুও আমরা অবুঝের মতো ধৈর্য হারাই,
অস্থির হয়ে এদিক ওদিক ছুটতে থাকি।
ছোট বড় কষ্ট গুলো সহ্য করার ক্ষমতা হারিয়ে,
অন্ধকারে ডুবে যাই সুখ খুঁজতে।
জীবনের গতি সবসময় একই রকম থাকে না,
তবুও আমরা জীবনের সাথে তাল মিলিয়ে না চলে
জীবনের গতির চেয়ে দ্রুত গতিতে যেতে চাই।
জীবনের সময় তো সব জায়গায় শান্ত বা শান্তির নয়,
কোথাও ঝড়ের আঘাত,কোথাও বৃষ্টির জলে ভেসে যাবে সব।
তবুও আমরা অবুঝের মতো লড়তে চাই ভাগ্যের সাথে,
নিজেকে নিজের ভাগ্য লেখার দায়ভার দিয়ে দেই।
জীবনের ভেলায় সুখ দুঃখ দুটোই চলে অবিরাম,
তবুও আমরা শুধু সুখ চাই সুখ চাই,
দুঃখ গুলো যে আসবে যাবে তাই ভুলে যাই।
জীবনের সময়গুলো উড়ে যায় না পাখির মতো,
অনুকূলে প্রতিকূলে সময় চলে স্রোতে ভেসে।
তবুও আমরা ধৈর্য হারিয়ে উড়তে চাই
পাখির মতো পালক লাগিয়ে সময়ের গায়ে।
শনাক্ত করা যায় না,
কোথাও ধীরে কোথাও দৌড়ে চলে জীবন।
তবুও আমরা অবুঝের মতো লড়তে চাই,
জীবন যুদ্ধে জিততে চাই প্রতিনিয়ত।
জীবনকে আশ্রয় করে বাঁচতে হবে,
জীবনকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে
জীবনে টিকে থাকার জন্য লড়াই চালিয়ে গেলে,
ব্যর্থ হবে সব কাজের ফল অবশেষে।
তবুও আমরা জীবনের সুখ দুঃখ অনুভব
করতে ভুলে গিয়ে শুধু জিতে যেতে চাই।
জীবনে হাজারো বোঝা বয়ে বেড়াতে হবে ঠিকই,
কিন্তু জীবনকে বোঝা বানিয়ে নিলে
সে জীবন বেশি দূর যেতে পারবে না।
গন্তব্য সে তো এখানো বহু দূরে,
জীবনের শেষ যেখানে, সীমানা সেখানে আঁকা।
এখনো অনেক পথ রয়েছে বাকি,
নিজেকে নিজে না দেই যেন ফাঁকি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social profiles