বিষাদসিন্ধু

image editor output image1426725186 1634799922515
Read Time:2 Minute, 30 Second

ঝিরিঝিরি বৃষ্টির শব্দ চারিদিকে,
আকাশে চাঁদের হাসিতে
জ্যোস্নায় আলোকিত পৃথিবীর বুকে
স্নিগ্ধ বৃষ্টিতে ভিজে যাওয়া মাটি।
মেঘ বৃষ্টি কেউ পারেনি
আকাশের বুক থেকে করতে আলাদা
চাঁদের যত আছে আকাশের জন্য ভালোবাসা।
চাঁদটা আজ দিব্বি আকাশের গায়ে লেগে আছে,
এই বৃষ্টি আর মেঘের গর্জন যেন তাকে ছুঁতে পারেনি
বৃষ্টি আজ দেখে যাবে চাঁদ হাসলে
সমস্ত পৃথিবীর কষ্ট মুখ লুকিয়ে থাকে।
রাতের আঁধার ফিকে পড়ে গেছে,
জ্যোস্নাময় রাতের সঙ্গী হয়েছে আমার একাকীত্ব।
চাঁদের আলোয় আমিও আজ ভাসতে চাই
বৃষ্টির মতো করে নাচতে চাই মনের উঠোন জুড়ে।
সঙ্গে কী নিবে আমাকে চাঁদের মতো করে
আঁধার আকাশ তার নিশিত রাতের সঙ্গী করে?
আমি যে বড্ড একা সঙ্গী বিহীন ক্লান্ত শহরে,
একাই লিখে যাই সময়ের গল্প নির্ঘুম রাতের গায়ে।
কিছু কাব্য ঠাঁই নেয় জ্যোস্নার আলোয়,
কষ্ট করতে জয় বাঁচার জন্য একটা আশা তো চাই।
সবাই ছেড়ে গেলেও নীল আকাশটা আজও ছেড়ে যায়নি,
সবাই ভুলে গেলেও চাঁদটা আজ ঠিকই মনে রেখেছে।
সবাই কষ্ট লুকাতে জানে না পাথর করে মন,
বৃষ্টি হয়ে ঝরে যায় মেঘ হয়ে জমা হওয়া কতশত অভিমান।
মাঝে মাঝে রাতের আঁধারেও সুখ আসে চুপিচুপি,
মাঝে মাঝে বৃষ্টির জলে ভেসে আসে কিছু বাসি স্বপ্ন।
আমি রাতকে করে আপন ভাসাই চেখের জলে ভেলা,
চাঁদ এসে তার জ্যোস্নার আলোয় করে যায় দিশেহারা।
আমার যাযাবর মন খুঁজে পেতে চায় ঠাঁই রাতের কোলে,
আমি বিষাদসিন্ধু গড়ে তুলেছি মনের গহীন কোণে।
আমি জ্যোস্নায় ডুবে স্নান করে মন ভিজিয়ে সুদ্ধ হই,
আকাশ জানলো শুধু কতটা কষ্ট দিয়েছিল রাতের নিস্তব্ধতা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social profiles