তোমার অভাব

image editor output image 1670426403 1638176581469
Read Time:2 Minute, 8 Second

তোমার অভাব টের পেয়েছি সেদিন,
যেদিন শিশিরে ভেজা শিউলি ফুলের মালা গেঁথে তোমাকে পরাতে পারিনি।
তোমার অভাব টের পেয়েছি সেদিন,
যেদিন সমস্ত দিন জুড়ে বৃষ্টি হলো,
অথচ তুমি ছিলে না পাশে আমার ভেজা চুলে হাত বুলিয়ে দিতে।
তোমার অভাব টের পেয়েছি সেদিন,
যেদিন গোধূলির আলো সমস্ত আকাশ রাঙিয়ে দিল,
তুমি ছিলে না কাছে বাহুডোরে বেঁধে রাখতে আমায়।
তোমার অভাব টের পেয়েছি সেদিন,
যেদিন সন্ধ্যা তারা আকাশের কপালে পরিয়ে দিল টিপ,
তুমি ছিলে না কাছে আমার কাপালে টিপ ছুঁয়ে দিতে।
তোমার অভাব টের পেয়েছি সেদিন,
যে রাতে আকাশের বুকে জ্যোস্না ছিল জাগানিয়া স্বপ্ন নিয়ে,
তুমি ছিলে না জ্যোস্নার আলোয় আমার স্বপ্নে বিভোর নির্ঘুম রাতের গল্প হতে।
তোমার অভাব টের পেয়েছি সেদিন,
যেদিন জোনাকিরা আলো দিয়ে রাতের আঁধার কাটিয়ে দিতে এসেছিল আমার ঘরের কোণে,
আমি তোমার অপেক্ষার প্রহর গুনে গেছি আনমনে।
তোমার অভাব টের পেয়েছি সেদিন,
যেদিন ভোরের আলো ফুটেছিল শিউলি ঝরা সকালে কুয়াশার চাদরে,
তুমি ছিলে না ভালোবাসার উষ্ণ ছোঁয়া দিতে আলতো আলিঙ্গনে।
তোমার অভাব টের পেয়েছি সেদিন,
যেদিন সমস্ত সময় জুড়ে তোমার অপেক্ষায় ছিল আমার ব্যাকুল হৃদয়।
তোমার অভাব টের পেয়েছি সেদিন,
তোমার অভাব টের পেয়েছি সেদিন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social profiles