সুখের সন্ধানে

IMG 20211230 153926
Read Time:1 Minute, 48 Second

হাজারো আকুতি মিনতি করেও যাকে ধরে রাখা গেল না,
তাকে ভালোবাসার দোহাই দিয়ে নিজেকে আর নোংরামো জড়ানোর সাধ হলো না।
যে যাওয়ার সে চলে তো যাবেই,
তাকে ধরে রাখার সাধ্য কারো নাই ।
যে সবকিছু ভুলে নিজের সুখের সন্ধানে ছুটে যায়,
সে আর যাই করুক ভালোবাসা বুঝতে পারে না।
সমস্ত জীবন এক সাথে পথ চলার কথা দিয়ে যে একাকী করে হারিয়ে যায়,
কোনদিন কোন পথের বাঁকে দেখা যদি হয়েই যায়,
চেনা মানুষটাকে বড্ড অচেনা মনে হবে হয়তো।
অতীতের খেলাঘরে সেদিন ঝড় না উঠলেও
কষ্টের নতুন একটা প্রলেপ আবারও পড়বে মনে।
যে স্বার্থপরের মতো সব স্বপ্ন ভেঙে সুখের স্মৃতি দুঃখের সাগরে ডুবায়,
তার জীবনের সুখের ভেলাও হয়তো ডুবে কারো অবহেলায়।
জীবন বড্ড অদ্ভুত নিয়ম করে খেলে নিত্যনতুন খেলা,
চাওয়া পাওয়ার হিসাব মিলে না,
জীবন যেন বারবার হার জিতের পসরা সাজায় মেলা।
জীবনের জন্য কত আয়োজন একটা কথার বিশ্বাসে,
মিথ্যা হাওয়ায় যায় মিলিয়ে ভুল হিসাবের নিঃশ্বাসে।
মন যেখানে বাঁধা পড়ে যায়,
ছাড়া যায় না সেই পথ এত সহজে।
নতুন পুরনো জীবনের স্বপ্ন কল্পনায় ভাসে দিনে রাতে,
আঁধার ঘেরা জীবন যেন মুক্তির পথ খুঁজে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social profiles