সম্পর্ক

image editor output image761315950 1630141943358
Read Time:2 Minute, 13 Second

অনেকে বলে সম্পর্ক নাকি গাছের মতো,
আমি কিন্তু তা বলি না।
সম্পর্ক হলো যত্নে গড়া শিশুর মতো।
গাছ তো পরিচর্যা ছাড়াও বড় হয়,
প্রকৃতি তার সাথে থাকে।
মানুষের এতো তদারকি না করলেও চলে,
কিন্তু সম্পর্কের তো প্রতিনিয়ত তদারকি লাগে।
সম্পর্কে অযত্নে ধুলোবালি পড়ে,
অবহেলায় শ্যাওলা পড়ে।
গাছের চারপাশে যেনম নিড়ানি না দিলে
আগাছায় চারপাশ ছেয়ে যায়।
ঠিক তেমনি সম্পর্কেরও যত্ন না নিলে
আশেপাশে অযাচিত মানুষ আগাছা হয়ে জন্ম নেয়।
সম্পর্কে অবহেলা বড় ভয়ংকর রোগ,
এ রোগের পরিণাম সম্পর্কের ধ্বংস।
সম্পর্কে অযত্ন বড্ড বেশি কষ্টের ব্যথাজনিত রোগ,
এ রোগে হৃদয়ে রক্তক্ষরণ হয় অবিরত।
সম্পর্কে তাচ্ছিল্য বড় কঠিন রোগ,
এ রোগে মনের মায়া ধীরে ধীরে ক্ষয়ে যায়।
সম্পর্কে উদাসীনতা মৃত্যুর মতো ভয়ংকর রোগ,
যে রোগে তিলে তিলে সঞ্চিত ভালোবাসা নিঃশেষ হয়ে যায়।
সম্পর্কে অসম্মান ক্যান্সারের মতো ছড়ানো রোগ,
এ রোগে ভয়ংকর কষ্ট ধীরে ধীরে সব অনুভূতি কোষের মৃত্যু ঘটায়।
সম্পর্কে দায়িত্বহীনতা দুরভিসন্ধিত্বের প্রতীক হিসেবে কাজ করে,
রোগের চেয়েও কঠিন আঘাত করে জীবনে।
আমি সম্পর্ককে গাছের মতো বড় করতে বলবো না,
বলবো একটা নবজাতকের মতো নরম হাতে পরম যত্নে বড় করতে।
সম্পর্কে অসুখ বিসুখ হলেও নিজের হাতে সেবা করে সুস্থ করতে হবে।
শিশুদের মতো ছোট ছোট আবদার মানতে হবে সম্পর্কের,
ছোট ছোট পায়ে সম্পর্ককে বড় হতে দিতে হবে।
শিশু যেমন আদরে আহ্লাদে বড় হয়,
ঠিক তেমনি করে যত্নে বড় করে যেতে হবে।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social profiles