প্রশ্নের উত্তর

image editor output image2009099069 1632313381958
Read Time:2 Minute, 54 Second

তুমি বুঝি বৃষ্টি হতে এসেছিলে আমার মনে,
নয়তো শ্রাবণ মেঘের দিনে কেন এলে জীবনে?
তুমি হয়তো আমার জীবনে ঝরে যাওয়া সুখ হতে এসেছিলে,
নয়তো শুকনো মাটিতে কেন সুখ ঝরিয়ে দিলে?
তুমি নীল আকাশের ধূসর রঙের মেঘ হতে এসেছিলে,
নয়তো সাদা তুলো মেঘগুলো কেন বেদনায় ধূসর হলো?
তুমি আমার জীবনে বন্যায় উদ্বাস্তু হয়ে এসেছিলে,
নয়তো আমার ভালোবাসা কষ্টের জলে ভেসে গেল কেন?
তুমি আমার জীবনে কনকনে শীতের কাঁপানো দুঃস্বপ্নের নির্ঘুম রাত হতে এসেছিলে,
নয়তো সুখের স্বপ্নগুলো দূরে চলে গেল কেন হৃদয় কাঁপিয়ে?
তুমি আমার বুকে দীর্ঘশ্বাস ছাড়তে এসেছিলে,
নয়তো আজ বুকে এত কষ্ট জমাট বেঁধে আছে কেন?
তুমি আমার নিঃশব্দের ঘূর্ণিঝড় বয়ে এনেছিলে,
নয়তো মনের শান্ত বাতাস এতটা অস্থির কেন?
তুৃমি আমার অন্তরে প্রখর রোদে খরা আনতে এসেছিলে,
নয়তো নরম অন্তরে আজ দহনের জ্বালায় পুড়ছে কেন সারাক্ষণ?
কেন এসেছিলে আমার সাজানো জীবনকে
ভালোবাসার নামে এলোমেলো করে কষ্টের ভেলায় ভাসিয়ে দিতে?
কেন এনেছিলে স্বপ্ন আমার মনের গহীনে আশা জাগাতে?
কেন বাঁধবে ঘর সুখের বলেছিলে আমায় কাঁদাতে?
কেন ফিরে এলে না হাজারো কথা দিয়ে?
কেন এলে না স্বপ্ন গুলো পূরণ করতে?
কেন শুধু শুধু শান্ত জীবনকে অশান্ত করে হারিয়ে গেলে চিরতরে?
কেন আজও আমার ব্যাকুল মন তোমার স্মৃতি বুকে নিয়ে
হাজারো প্রশ্ন করে গভীর রাতের আঁধার হলেই?
কেন আজ জ্যোস্নারাতে তোমাকেই খুঁজে ফিরি
শত-শত উড়ন্ত জোনাকির বেশে আমার চারপাশে?
কেন পূর্ণিমা রাতের আলো আমার মনের আঁধার
দূরে নিয়ে যায় না পুরনো আমাকে ফিরিয়ে আনতে?
কেন ঘর ছাড়া পাখি আমার বিষন্নতার খবর দেয় না তোমাকে?
কেন মেঘ বলে দেয় না তোমাকে আমার মনের অব্যক্ত কথা?
কেন নীল আকাশ আরও নীল হয় না বুঝতে আমার মনের নীল বিষে?
একবার হলেও এসো ফিরে আমার প্রশ্নের উত্তর জানাতে,
আমার সমস্ত অপেক্ষার অবসান হবে,নতুন এক ভোরের আলোয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social profiles