সুতা কাটা ঘুড়ি

IMG 20210922 184819
Read Time:2 Minute, 26 Second

আমি তোমার ঘুড়ি হতে চেয়েছিলাম,
তুমি হবে লাটাই আমার,
সুতা হবে ভালোবাসা দিয়ে
তৈরি সূক্ষ্ণ মনের কাজ।
তুমি নীল আকাশে উড়তে দিয়ে
আমার সুতা দিলে কেটে,
আমি দমকা হাওয়ায় উড়ে
উঁচু গাছের ডালে গেলাম আটকে।
যতই করি টানাটানি কিছুতেই
পারি না ছুটতে সেই ডাল থেকে,
মনের কষ্টে আটকে থাকলাম
গাছের ডালের সাথে।
গাছের ডালে পাখির বাসা,
ভালোবাসায় পূর্ণ জীবন তাদের।
আঁধার হলেই জোড়া পাখি
ফিরে আপন ঘরে।
সারারাত কত গল্প,
কত তাদের আদর সোহাগ।
এত এত প্রেম দেখলে
মনে কাটে দাগ।
কোথায় আমি তোমার সাথে
করবো এমন খেলা,
দিন কেটে যায়
রাত কেটে যায়
যায় চলে কতো বেলা।
পাখির বাসায় নতুন করে
এলো খুশির খবর,
একটি করে দুই ডিম
জমলো পাখিদের বাসায়।
এখন তো আর পাখির বাসা
খালি থাকে না,
সঙ্গী পাখি খাবার আনতে
যায় সে বহু দূরে,
সঙ্গিনী তাই বাসয় বসে
তা দিচ্ছে ডিমের উপরে।
ভালোবাসায় ভরে গেল
শূন্য পাখির বাসা।
আজ তাদের বাচ্চা দিয়ে
বাসাটা বেশ ঠাঁসা।
নিজের কষ্ট ভুলে গেছি
তাদের ভালোবাসায় ডুবে,
পাখির বাচ্চা দুটো আমার সাথে
কতো খেলা করে।
একরাতে এলো ঝড়,
পাখির বাসা করে নড়বড়।
সেদিন জোর লাগিয়ে
উড়ে গেলাম পাখির বাসার উপর,
ভাগ্য বুঝি ছিল ভালো
পাখির বাসা রক্ষা পেল।
আমার উপর সেদিন বুঝি
পাখি জোড়ার দরদ হলো।
ঠোঁট দিয়ে কেটে দিল
আমার সুতার বাঁধন।
হাওয়ায় উড়তে চাইলো এবার
আমার বেঁধে থাকা মন।
নীল আকাশে উড়ছি আমি,
যত দূর যায় মন।
হঠাৎ করেই পড়লো চোখে,
তোমার সাথে নতুন করে
বাঁধা আজ অন্য ঘুড়ির সুতা।
আমি আজ সুতা কাটা ঘুড়ি,
যেখানে ভালোবাসা পাই সেখানেই উড়ি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social profiles