হিংসুক

212283803 348011836669176 4390738884719673009 n
Read Time:4 Minute, 59 Second
কিছু আত্মীয় স্বজন,পাড়া প্রতিবেশি,বন্ধু বান্ধব আছে। যারা সবসময় আপনাকে পিছনে টানবে।আপনার কাজ কে নিরউৎসাহিত করবে।আপনার গোছানো ঘরে খুঁত ধরবে। আপনার রূপ চর্চাকে বাঁকা চোখে দেখবে।
আপনার সুখ দেখলে তাদের গাঁ জ্বলবে।আপনার সম্পদ কিছু যোগ হলে।তারা হিংসা করবে।আপনি তাদের কথায় কান না দিলেও।আপনার কানে কথা গুলো ঠিক হাওয়ায় হাওয়ায় পৌঁছে দিবে তারা।তাও রসে ডুবিয়ে।ভালোবাসা দেখিয়ে।যেন তারচেয়ে আপন কেউ নেই আপনার।
আপনি না চাইলেও তারা অনেক ধৈর্য নিয়ে আপনাকে বাধ্য করবে শুনতে।আপনিও ভদ্রতার জন্য শুনবেন।তারা কতটা নিচে নেমে আপনাকে আঘাত করবে তা আপনার ধারনায় নাই।
তবে সবার কথা এক না।কারণ কিছু বন্ধু বান্ধবী বা পরিবারের মানুষ আছে। যারা মজা করে কিছু বলে।হাসি ঠাট্টা করে। এটা খারাপ লাগে না।মজাই লাগে। তারা যে নোটিশ করছে।তাতে নিজেরও ভালোই লাগে। তবে তাদের কথা আলাদা।
একটা উদাহরণ দেই।সেদিন এক বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিতে কল করা আত্নীয় বললেন,তোমাকে তো বুড়ির মতো লাগে এখন।আমার মাও তো তোমার থেকে জওয়ান। কি বলবো এক কথা শুনে? তার মার বয়স ৮০/৯০ হবে।
জবাবটা হেসেই দিলাম।বললাম,আন্টি কি বলেন,আমি যদি সেজেগুজে আপনার মেয়ের সাথে দাঁড়াই।তাহলে ছেলে পক্ষ কিন্তু বুঝতে পারবে না।কে বউ😀😀😀😜😜😜।এখন তো আরও সুন্দর লাগে নাকি আমাকে।😀😀কথা গুলো শুধু তাকে জবাব দিতেই বলেছিলাম।কারণ আমার খারাপ লেগেছে।
অনেকে আমার সাথে ২৩/২৫ বছর মেয়ের চেহারার তুলনা দেয়।আমার যা বয়স তাতে তো এটা যুক্তিহীন কথা। আমার বয়সে যেমন সৌন্দর্য থাকার কথা। তেমনি তে থাকবে।সমস্যা কোথায়? আমার মতে,একেক বয়সে সৌন্দর্য একেক রকম হয়।চেহায়ায় বয়সের ছাপ পড়লেও মনের সৌন্দর্য তা কমিয়ে রাখে।
আবার দেখবেন,আপনার উন্নতি হয়েছে। অনেকের তা সহ্য হবে না।হয় হিংসা করে এর কাছে ওর কাছে বাজে কথা বলবে।নয়তো আপনাকেই এসে তার এটা আছে ওটা আছে বলে বড়লোকি দেখাবে।অন্যের সুখ তাদের চোখে জ্বালা ধরায়।
আপনি আগে শাড়ি পড়তেন।এখন কেন কামিজ পড়েন? বা আগে কামিজ পড়তেন। এখন কেন শাড়ি পড়েন? আগে তো এমন ছিলেন।এখন এমন কেন?ইত্যাদি ইত্যাদি কথা বলেই যাবে।
অন্যের জীবনে ঢোকর অভ্যাস আছে অনেক মানুষের। তাদেরকে এড়িয়ে চলবেন।যদিও তারা আঠার মতো লেগে থাকবে।তাদের যদি একেবারেই ছাড়তে না পারেন।তবে বাঁকা কথা শুনিয়ে বিদায় করবেন।তারা আপনার ভালো চাইবে না।বরং ক্ষতি করবে।
সেদিন একজন এসে বলে গেল,আল্লাহ আপনার চেহারা এমন হয়ে গেছে কেন? আমার তো এখনো এমন হয়নি।আপনার আর আমার বয়স তো একই।আমি তার মুখের উপর কিছু বলতে পারিনি।কিন্তু নিজের কাছে খারাপ লাগছিল।সত্যি কি এতটা খারাপ লাগছে?কিছু মানুষ মনের সুখ কেড়ে নেয়।
যারা এমন করে অন্যের মনে কষ্ট দেয়।তাদের চোখে বালি পড়ুক।মুখে ছাই পড়ুক।আর কি বলবো?আসলেই তাদের কিছু বলার থাকে না।
আমার মন আমি যেভাবে ভাবার ভাববো।আমার শরীর আমি আমার মতো সাজাবো।আমার বয়স আমি আমার মতো ধরে রাখবো।আমি আমার মতো চলবো।এতে কারো জ্বলে, তো জ্বলুক।তাতে আমার কিছু যায় আসে না।আপনাদেরও যেন যায় না আসে।
কথা গুলো তাদেরকে বলা,যারা হিংসা করে। তাদের জন্য নয়,যারা ভালোবেসে হাসি ঠাট্টা করে। কাছের মানুষের দুষ্ট মিষ্টি কথায় কষ্ট হয় না।ভালো লাগে। কিন্তু যারা দূরের বা কাছের যাই হোক কটু কথা বলে।তাদের কথায় অন্তরে ব্যথা লাগে।
ভালো থাকবেন সবাই। নিজের মতো করে। খুব বেশি কথা বলে ফেললাম।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social profiles